বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী রাণী মুখার্জি, যিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং 'মর্দানি'র মতো শক্তিশালী চরিত্রের জন্য সুপরিচিত, সাফল্যের পথে আত্মবিশ্বাসের গুরুত্ব নিয়ে এক অমোঘ বাণী শোনালেন। তিনি মনে করেন, বাইরের নেতিবাচক কথা বা সমালোচনা মানুষকে তখনই দমিয়ে দিতে পারে, যখন তার নিজের ওপর বিশ্বাসের অভাব থাকে।
রাণী মুখার্জি বলেন, "আত্মবিশ্বাস এমন এক শক্তি, যা থাকলে সমালোচনাও আপনাকে থামাতে পারবে না।"
জীবনে এগিয়ে যেতে হলে নিন্দুকেরা নানা কথা বলবেই। কিন্তু রাণীর পরামর্শ হলো, "তাই সবার আগে নিজের উপর বিশ্বাস রাখুন।"
তাঁর মতে, নিজের প্রতি বিশ্বাসই হলো সবচেয়ে বড় ঢাল। আপনি যদি জানেন আপনি সঠিক, তবে দুনিয়ার কোনো সমালোচনাই আপনার যাত্রাপথ আটকাতে পারবে না। গ্ল্যামার জগতের তীব্র প্রতিযোগিতার মধ্যেও নিজের অবস্থান ধরে রাখা এই অভিনেত্রীর বার্তা, সফল হতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের ওপর আস্থা রাখতে হবে।
এমআর/টিএ