বর্ষীয়ান তারকার মুখোমুখি বসে এমন প্রশ্ন যে করা যায়, তা হয়তো কল্পনাও করেননি অনেকে। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মঞ্চে সেই সাহসই দেখালেন অভিনেতা কার্তিক আরিয়ান। প্রশ্নের তীর গিয়ে ঠেকল অমিতাভ বচ্চনের একেবারে ব্যক্তিগত জীবনে, আর তাতেই চমকে উঠলেন ‘বিগ-বি’ নিজেই।
অনুষ্ঠানে অংশ নিয়ে কার্তিক অমিতাভের চোখে চোখ রেখে জানতে চান, জয়া বচ্চন কি তাঁর সমাজমাধ্যমের পাসওয়ার্ড জানেন? প্রশ্ন শুনেই বিস্ময়ে আঁতকে উঠে অমিতাভ পাল্টা বলেন, তিনি কি পাগল নাকি, এমন কথা কাউকে বলা যায়! দর্শকদের সামনে এমন প্রত্যুত্তরে মুহূর্তেই হাসির রোল ওঠে স্টুডিওজুড়ে।
কিন্তু সেখানেই থামেননি কার্তিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারে নানা নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, জয়ার চোখ ফাঁকি দিয়ে অমিতাভ কি পছন্দের খাবার খান? এই প্রশ্নেও চক্ষু চড়কগাছ হয়ে যায় বর্ষীয়ান তারকার। ব্যক্তিগত জীবনের এমন খুনসুটি প্রশ্নে অনুষ্ঠানের আবহ বদলে যায় পুরোপুরি।
এই পর্বে শুধু প্রশ্নোত্তর নয়, মজার মুহূর্তও ধরা পড়ে। কার্তিক অমিতাভকে হাত দিয়ে কোরিয়ান হৃদয় বানানোর কৌশল শেখান, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। একই সঙ্গে এই মঞ্চেই শুরু হয় নতুন ছবির প্রচার।
কার্তিকের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দুজনের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র ঝলক দেখানো হয় অনুষ্ঠানে। সেই ঝলকে এক সময়ের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে চুম্বন করতে দেখা যেতেই সামাজিক মাধ্যমে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ে তবে কি পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগছে?
উল্লেখ্য, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক ও অনন্যা। পর্দার রসায়ন বাস্তব জীবনেও আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি অনন্যার মা ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে কার্তিকের জুটি তাঁর খুব পছন্দ। সেই পুরোনো স্মৃতি আর নতুন ঝলক মিলিয়ে এই পর্ব ঘিরে কৌতূহল যেন আরও বেড়ে গেল দর্শকদের মধ্যে।
আরপি/এসএন