চকচকে মঞ্চ, আলোঝলমলে আয়োজন সবকিছুর মাঝেই হঠাৎ আতঙ্কের মুখোমুখি হলেন অভিনেত্রী নিধি আগারওয়াল। নতুন ছবির গানমুক্তি অনুষ্ঠানে হাজির হয়ে যে পরিস্থিতির শিকার হলেন তিনি, তা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিনেত্রীকে ঘিরে মুহূর্তের মধ্যেই জমে ওঠে থিকথিকে ভিড়, আর সেখানেই চরম অস্বস্তির মধ্যে পড়তে হয় নিধিকে।
তেলুগু ছবির জনপ্রিয় এই নায়িকা এর আগেও নানা ছবিতে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। টাইগার শ্রফের বিপরীতে বলিউডে কাজ শুরু করে পরে নাগ চৈতন্যের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন। এবার প্রভাসের বিপরীতে ‘রাজা সাব’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবির গানমুক্তি অনুষ্ঠানেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের মূল দরজা থেকে গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে নিধিকে কার্যত চিঁড়ে চ্যাপ্টা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কেউ তাঁর গায়ের ওড়নায় টান দিচ্ছেন, কেউ আবার ছবি তোলার নামে এত কাছে চলে আসছেন যে স্পষ্টভাবেই অস্বস্তিতে পড়ছেন অভিনেত্রী। চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে একের পর এক নিজস্বী তুলতে চাইছেন অনেকে। ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন নিধি।
ভিডিওতে আরও দেখা যায়, শেষ পর্যন্ত গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন অভিনেত্রী। চোখেমুখে আতঙ্ক আর অস্বস্তির ছাপ স্পষ্ট। এই পুরো দৃশ্য দেখে নেটমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন বহু মানুষ।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। নেটাগরিকদের একাংশের অভিযোগ, অনুষ্ঠানস্থল থেকে গাড়ি পর্যন্ত অভিনেত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বে যাঁরা ছিলেন, তারাও পরিস্থিতি সামলানোর বদলে ছবি তুলতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। ফলে ভিড় আরও বেপরোয়া হয়ে ওঠে। একজন নারী শিল্পীকে ঘিরে এমন আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। কেউ কেউ কটাক্ষ করে দর্শকদের আচরণকে শকুনের সঙ্গে তুলনা করেছেন।
এই ঘটনার পর আবারও উঠে এসেছে তারকাদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন। জনপ্রিয়তা যতই থাকুক, একজন মানুষের ব্যক্তিগত পরিসর যে সম্মানের দাবিদার নিধির অভিজ্ঞতা সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল।
আরপি/এসএন