ঢালিউড মেগাস্টার শাকিব খান বলে কথা। তিনি মানেই যেন ঝড়। যা করেন তাই অলোচনার কেন্দ্রে। বিশেষ করে শাকিব খানের নতুন লুকগুলো দর্শককে মুগ্ধ করছে।
সেই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় অবতারে ধরা দিলেন ঢালিউড কিং। নতুন লুকের সঙ্গে তার লেখা একটি অর্থবহ ক্যাপশন যেন নীরবেই অনেক কথা বলে গেল।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত নতুন একটি ছবি প্রকাশ করেন আর এতেই শুরু হয় আলচনা।
ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখাচ্ছিল একেবারে অভিজাত ও দাপুটে। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা।
চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়িতে শাকিব যেন সত্যিই এক ‘প্রিন্স’ যার উপস্থিতি নীরব হলেও প্রভাব গভীর।
ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়। এই একটি বাক্যেই যেন তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর সময়কে বুঝে নেয়ার পরিপক্বতা স্পষ্ট হয়ে উঠেছে।
শাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে বয়ে যাচ্ছে প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স -এর জন্য শুভকামনা।’
আরেকজন লিখেছেন, ‘শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘আগুন রে আগুন!’
এদিকে গত মঙ্গলবার, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে এই নতুন লুক তথা এই সাদা কোটিতেই ধরা দেন নায়ক। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদেরও মাতান। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও কথা বলেন।
‘জিল্লু’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে। যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।’
বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি এই ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, নির্মাতা আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং শুটিংয়ের প্রথম দিনই শাকিবের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আরপি/এসএন