ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে তারা শাহবাগে এসে পৌঁছান। সেখানে তারা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ছাত্রশক্তি গত ১৫ ডিসেম্বর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। শাহবাগের সমাবেশেও তারা একই দাবি পুনর্ব্যক্ত করে।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। এ সময় তারা দফায় দফায় স্লোগান দেন। শাহবাগ এলাকায় ডাকসুর সাবেক ও বর্তমান নেতারাও অবস্থান করছেন। এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
এসএস/টিএ