জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি হাদিকে ‘সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিছু মানুষ আসলে মরে যান না; তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে থাকেন ভবিষ্যতের ভেতরে।’
তিনি আরও উল্লেখ করেন, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাদির ভূমিকা অসংখ্য তরুণের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএস/টিএ