বলিউডে আইটেম গান আর নাচের সঙ্গে নায়িকাদের পারিশ্রমিক সবসময়ই আলোচনার বিষয় হয়ে আসে। সম্প্রতি খবর এসেছে, আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘গফুর’ গানটির জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তামন্না ভাটিয়া। তমন্না শুধু আইটেম গান নয়, বরং নাচের ক্ষেত্রেও নিজের দাপট দেখাতে পারছেন।
বলিউডে আইটেম গান শুরুতে নায়িকাদের কাছে অচেনা ছিল। তবে সময়ের সঙ্গে এই ধারা বদলে গেছে। ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কইফ, করিনা কপূর খানেরাও নাচে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তমন্না ভাটিয়া প্রথম সারির আইটেম নায়িকা হিসেবে পরিচিত। তার ‘কাভালা’, ‘আজ কি রাত’, ‘গফুর’-এর মতো হিট গানগুলো এখন দর্শকের মুখে মুখে।
অন্য নায়িকাদের পারিশ্রমিকের তালিকাও আলোচনায় এসেছে। মলাইকা অরোরা এক গানের জন্য ১ কোটি টাকা নেন। নোরা ফতেহি নাচের জন্য ২-৩ কোটি টাকা, আর জ্যাকলিন ফার্নান্ডেজ ৩ কোটি টাকা। ক্যাটরিনা কইফ ৫০ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক নেন। করিনা কপূর খান ৫ কোটি, প্রিয়ঙ্কা চোপড়া ৬ কোটি, সমান্থা রুথ প্রভু ৫ কোটি এবং সানি লিওন ১.৫ কোটি টাকা নেন।
আইটেম গান এখন শুধু বিনোদন নয়, নায়িকাদের পারিশ্রমিক ও জনপ্রিয়তার প্রতীকও। তমন্না ভাটিয়ার ‘গফুর’ গান সেই ধারা আরও দৃঢ় করেছে। বলিউডের দর্শকরা আইটেম গানের সঙ্গে নাচের নতুন মাত্রা দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকেন।গানে নাচার জন্য।
এমকে/টিএ