বক্স অফিসে হাওয়া জ্বালাচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকে ছবিটি দর্শক ও সমালোচকের কাছে সমানভাবে প্রশংসিত। বিশেষত রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয়ই সবার নজর কেড়েছে। তার সঙ্গে স্ক্রিন শেয়ারিং করতে গিয়ে নায়ক রণবীরও মাঝে মাঝে ফিকে হয়ে যান এমন কথাই শোনা যাচ্ছে।
এই সাফল্য নিয়ে টিনসেল টাউনে গুঞ্জন ছড়িয়েছে, র. মাধবন কি হিংসে করছেন অক্ষয়কে নিয়ে। তবে অভিনেতা নিজেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। মাধবন বলেন, “অক্ষয়ের জন্য খুশি না হওয়ার কিছু নেই। ও যা প্রশংসা পাচ্ছে, তার সবটাই ওর প্রাপ্য। ও একজন প্রতিভাবান এবং মাটির কাছে থাকা অভিনেতা। নিজের বাড়িতে বসে নৈশব্দ্য উপভোগ করাই ওর পছন্দ।” মাধবন আরও জানিয়েছেন, অক্ষয় চাইলে বহু সাক্ষাৎকার দিতে পারত, কিন্তু তিনি সেগুলো করছেন না।
অক্ষয় এর আগে ‘ছাবা’ ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন। ‘ধুরন্ধর’-এর মাধ্যমে আবারও বিনোদুনিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন। ছবিটি আইনি জটিলতা ও বিতর্কের মধ্যেও ৫ ডিসেম্বর মুক্তি পেয়ে রেকর্ড ব্যবসা করেছে। পঁচিশের বক্স অফিস নম্বরের হিসাবেও ‘ধুরন্ধর’ অনেকটাই এগিয়ে। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার’-কে পেছনে ফেলে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ডও সমানভাবে ছাপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির রমরমা বাজারে ‘ধুরন্ধর’ বলিউডের যোগ্য জবাব হয়ে উঠেছে।
এমকে/টিএ