আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটগ্রহণের আগে-পরে মিলিয়ে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাড়া সব বাহিনী ভোটের সময় মোট ৫ দিন মাঠে থাকবে। তারা নির্বাচনের আগে ৩ দিন, ভোটগ্রহণের দিন ও নির্বাচন পরবর্তী একদিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে।
এছাড়াও ভোটের সময় ৭ দিন পূর্ণাঙ্গরূপে কাজ করবে নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল। নির্বাচন কমিশন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বিটিআরসি ও সব বাহিনী অথবা সংস্থার প্রতিনিধির সমন্বয়ে এই সেল গঠিত হবে।
প্রাথমিকভাবে এই সেলের আকার সীমিত হলেও ভোটের সময় ৭ দিনের (নির্বাচনের আগে ৪ দিন, ভোটের দিন ও ভোটের পরের ২ দিন) জন্য পূর্ণাঙ্গরূপে এই সেল কাজ করবে। আর এই সেলের মেয়াদ হবে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের পরবর্তী ২ দিন (১২ ডিসেম্বর, ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
এদিকে আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত। এছাড়া ১২ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।
এছাড়া সংশোধিত সময় অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।
অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)।
পিএ/টিএ