অক্টোবরে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন কৌতুকশিল্পী ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাচিয়া। ডিসেম্বরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন ভারতী। আশা ছিল মেয়ে হবে। দ্বিতীয় বারেও পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তাতেও খুশি তাঁরা। কিন্তু জানেন কি দ্বিতীয় সন্তান হওয়ার পরেই কী বলেছিলেন ভারতী?
সেই মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কৌতুকশিল্পী। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেই ভারতীকে তাঁর চিকিৎসক জিজ্ঞেস করেছিলেন, ‘ফ্যালোপিয়ান টিউব’ কি সেলাই করে দেবেন? স্বামী হর্ষের মত থাকলেও সেই অস্ত্রোপচার করাতে চাননি ভারতী।
ভারতী বলেন, “হর্ষকে অপারেশন থিয়েটারেই বলেছিলাম, ও কী করে ভুলে গেল আমাদের পরিকল্পনা! যতক্ষণ না মেয়ে হচ্ছে, তার আগে এই অস্ত্রোপচার আমি করাব না। আমার কোনও অসুবিধা নেই।” তাই সেই অস্ত্রোপচার করাননি ভারতী।
হর্ষ ও ভারতীর বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয় বার মা হলেন তিনি। অন্ত্বঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, “আমাদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয়, তা হলে ফের চেষ্টা করব। হর্ষের মেয়ে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, কিংবা আমি মরে না যাই, আমরা চেষ্টা চালিয়ে যাব।’’ কথাটা খানিক রসিকতার ছলে বললেও ভারতী জানান, তাঁর নিজেরও কন্যাসন্তানের ইচ্ছে রয়েছে। তাই দু’জনে মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন।
এসএন