দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশে দুদকের কমিশনার সংখ্যা বাড়ানোর বিধান রাখা হয়েছে। আইটি ব্যাকগ্রাউন্ডের কমিশনার নিয়োগ, কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়া বাধ্যতামূলক এবং বিদেশে থাকা বাংলাদেশিদের দুর্নীতির তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে অধ্যাদেশে।
এমআর/টিএ