রাজধানীতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমান সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।
তিনি জানান, মুস্তাফিজুর রহমান সোহেল নামে টাঙ্গাইলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেই জেলার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, সোহেল দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপন করে ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এমআর