দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। এ সময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তাঁর নিকট আত্মীয়স্বজনরা।
ভিআইপি লাউঞ্জে পৌঁছালে লাল গোলাপের মালা পরিয়ে তারেক রহমানকে স্বাগত জানান তাঁর শাশুড়ি ও জাইমা রহমানের নানি সৈয়দা ইকবাল মান্দ বানু। কুশলবিনিময় শেষে সোফায় শাশুড়ির পাশে গিয়ে বসেন তারেক রহমান। এ সময় নানিকে দেখে তাঁর কাছে ছুটে যান জাইমা। ইশারায় জাইমাকে নিজের কাছে বসতে বলেন তিনি।
এরপর বাবা তারেক রহমান ও নানির মাঝে গিয়ে বসেন জাইমা। দীর্ঘ সময় পর নাতনি জাইমাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সৈয়দা ইকবাল মান্দ বানু। নানিকে বহুদিন পর সামনাসামনি দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন জাইমা। নানির সঙ্গে হালকা খুনসুটিও করেন তিনি।
সেখানে অনেকক্ষণ নানি-নাতনিকে কথা বলতে দেখা যায়।
এসএস/টিএ