দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নদীপথে চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
টিজে/টিকে