নাহিদ আরও বলেন, নির্বাচনী বৈতরণী পার হতেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আধিপত্যবাদ, দুর্নীতি, সংষ্কার ও বিচার নিশ্চিতে আমরা একত্রে কাজ করব।
জামায়াতে ইসলামীসহ আট দলের জোটে যোগ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এখানে কোন আদর্শিক ঐক্য হয়নি। এনসিপি তার আগের অবস্থানেই আছে। নির্বাচনকে কেন্দ্র করেই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হয়েছে। এনসিপি তার আদর্শ অনুসারে কাজ করবে। অন্যদলগুলো তাদের আদর্শ অনুসারে কাজ করবে।'
আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ আরও বলেন, নির্বাচনী বৈতরণী পার হতেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আধিপত্যবাদ, দুর্নীতি, সংষ্কার ও বিচার নিশ্চিতে আমরা একত্রে কাজ করব।
জোট গঠনের কারণ জানিয়ে নাহিদ বলেন, ওসমান হাদিকে গুলি করে শাহাদাত করার ঘটনায় আমরা দেখলাম গণঅভ্যুত্থানের খুনিরা এখনো সক্রিয়। তারা চেষ্টা করছে জুলাই প্রজন্মকে শেষ করার জন্য। তারা টার্গেট করছে আহত ও শহীদ পরিবারদের।
তিনি বলেন, এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা শুরু থেকে বলেছি এককভাবে নির্বাচনের অংশগ্রহণের কথা। ৩০০ আসনের প্রস্তুতি চলছিল। এরপরে তিনটি দল মিলে জোট করেছিলাম। কিন্তু ওসমান হাদির ঘটনা আমাদের ভিন্ন চিন্তা করতে হয়।
নাহিদ বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি আধিপত্যপাদী শক্তি যেন বাংলাদেশের অভিযাত্রাকে থামাতে না পারে। সেজন্য আমরা বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করেছি। এজন্য আমরা জামায়াত ইসলামির নেতৃত্বাধীন ৮ দলের জোটে অংশ নিচ্ছে।
তিনি আরো বলেন, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পাশাপাশি বিচার, সংস্কারের জন্য আমাদের কর্মসূচি থাকবে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন বিনষ্ট না হয় সেজন্য আমাদের এই বৃহত্তর ঐক্য।
পিএ/টিএ