মুস্তাফিজ ১৮ কোটিতে বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই : তাসকিন

কয়েকদিন আগেই আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। একই টুর্নামেন্টে খেলেছেন দেশের ক্রিকেটের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, রিশাদ হোসেন খেলছেন বিগ ব্যাশ লিগে। দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি লিগে দুই সতীর্থের পারফরম্যান্সের আজ (২৯ ডিসেম্বর) ভূয়সী প্রশংসা করেছেন তাসকিন।

আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে গিয়ে স্মরণীয় পারফরম্যান্স করেছেন মোস্তাফিজ। ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট, রান দেয়ার বেলাতেও ছিলেন বেশ কৃপণ। ধারাভাষ্যকারদের মুখে লেগে ছিল মোস্তাফিজ বন্দনা। টুর্নামেন্টের মাঝপথে হয় আইপিএলের নিলাম। সেখানে ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মুস্তাফিজের এমন বড় অঙ্কের অর্থপ্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করলেও তাসকিনের এক জবাব, মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হওয়ার কিছু নেই।

আইএল টি-টোয়েন্টি থেকে ফিরে গতকালই দলের সঙ্গে সিলেটে যোগ দিয়েছেন তাসকিন। আজ যোগ দিয়েছেন দলের অনুশীলনে। আর সেই অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আলাপ করেন আইএল টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় নিয়ে।

আইএল টি-টোয়েন্টিতে নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, 'ভালো খেলার কোনো শেষ নেই। তবে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেললাম।

আমরা ৩ জন বাংলাদেশের ছিলাম, রিশাদ বিগ ব্যাশ খেলছে। মোস্তাফিজ অনেক ভালো করেছে, আমিও মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এখন আবার বিপিএলে খেলা আছে, সামনে বিশ্বকাপ। এই অভিজ্ঞতাগুলো আশা করি বিশ্বকাপে কাজে লাগবে।'

দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলাটা কেন ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটার স্বপক্ষে নিজের যুক্তি দিয়েছেন তাসকিন। সঙ্গে বিসিবিকেও ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়দের এনওসি দিয়ে সুযোগটা করে দেয়ার জন্য।

তাসকিন বলেন, 'ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার থেকে অনেককিছু শেখার আছে। অনেক ধরনের কোচ থাকে, সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে, যেটা নিজের ক্রিকেটের উন্নতিতে অনেক কাজে আসে। বোর্ডকে ধন্যবাদ, তারা আমাদের এনওসি দেয়া শুরু করেছে। এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আশা করি।'

অস্ট্রেলিয়ায় হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলছেন রিশাদ। সাত সমুদ্র পাড়ি দিয়ে সেখানেও নিজের প্রতিভা দেখিয়ে চলছেন এই লেগ স্পিনার। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন।

তিনি বলেন, 'রিশাদের গুগলিটা ভালো হচ্ছে৷ শুরুর দিকে ওর গুগলিটা অত ভালো ছিল না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বল ঘুরছে, এটা খুবই ইতিবাচক একটা দিক।'

আইপিএল নিলামে মোস্তাফিজের চড়া দামে বিক্রি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজ বিশ্বক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিতে বিক্রি হতো, সেটাতেও অবাক হওয়ার কিছু নেই। কারণ ও এটা পাওয়ার যোগ্য। আইপিএলে অনেক ম্যাচ ভালো খেলেছে, আইএল টি-টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে। এটা অবাক হওয়ার মতো কিছু না।'

তাসকিন বিপিএলে যোগ দেয়ার আগেই বিপিএলে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট তপ বটেই তাসকিনের ব্যক্তিগত কোচ এবং বয়সভিত্তিক কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'এটা খুবই মর্মান্তিক। জাকি স্যার অনূর্ধ্ব-১৫ থেকে আমার খুবই পছন্দের একজন কোচ। শুধু আমারই না, লোকাল যত পেসার আছে, সবাই তাকে পছন্দ করত। স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে বেহশত নসিব করুক। এটা আমাদের দেশের জন্য বড় ক্ষতি। তবে সবারই একদিন যেতে হবে।'

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ Dec 29, 2025
img
২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স Dec 29, 2025
img
নওয়াজউদ্দীন সিদ্দীকীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপস করেননি অভিনেত্রী এলনাজ Dec 29, 2025
img
৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন বাদশা Dec 29, 2025
img
আরশাদ ওয়ার্সিকে দেখে মারিয়ার মা-বাবা কী বলেছিলেন? Dec 29, 2025
img
মঙ্গলবার একদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি Dec 29, 2025
img
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাজিদ, জানালেন ফারাহ Dec 29, 2025
img
ঢাকার বুকে ফিরে এলো হারিয়ে যাওয়া 'কনাই নদী' Dec 29, 2025
img
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
রাতে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে Dec 29, 2025
img
‘তুমি শেখাবে আমাকে’? একটি কথায় বদলে গেল রাজেশ-ডিম্পলের সম্পর্কের সমীকরণ Dec 29, 2025
img
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে Dec 29, 2025
img
ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? Dec 29, 2025
img
কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি Dec 29, 2025
দক্ষিণ আমেরিকা সফরে মায়ামি- পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ম্যাচ Dec 29, 2025
অডিশন ভিডিওতেই আলোচনায় কৃতি Dec 29, 2025
ঝলমলে পোশাকেই যত আলোচনা Dec 29, 2025
img
সিলেটের খুঁটি থেকে গাছের মগডালে ঝুলছে 'অদ্ভুত পোস্টার বয়'! Dec 29, 2025
img
জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে Dec 29, 2025
৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয় Dec 29, 2025