সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, দেশের ক্রিকেটের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং সারা দেশে খেলাটির প্রসারে নতুন গতি সঞ্চারিত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। আজ যে অবস্থানে বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে, তার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে বলা হয়, ‘এই অপূরণীয় ক্ষতিতে বিসিবি সমগ্র জাতির সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’
এদিকে জাতীয় শোক পালনের অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ বাতিল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
বোর্ড জানায়, ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
টিজে/টিকে