আজ মঙ্গলবার জকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার জকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত জকসু নির্বাচন
এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার ইন্তেকালের কারণে আজ (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভায় এই নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমকে/টিএ