পায়ে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর অসুখ ধরা পড়ে তার। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডকে। অস্ত্রোপচারও করাতে হয়েছে কার্লোসকে।
৫২ বছর বয়সী ডিফেন্ডারের অস্ত্রোপচার সফল হয়েছে। এই ধরনের অস্ত্রোপচার করতে যেখানে ৪০ মিনিট লাগে, সেখানে বিভিন্ন জটিলতার কারণে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি। এখন তিনি আশঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এএস-কে তিনি বলেছেন, ‘আমি এখন ভালো আছি।’
তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কার্লোস ২০১৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেন। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সম্প্রতি বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ছিলেন।
রিয়ালের সঙ্গে ১১ বছরের ক্যারিয়ারে চারটি লা লিগা জিতেছেন কার্লোস। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার ১৯৯৭ ও ১৯৯৯ সালে কোপা আমেরিকাও জিতেছন।
আরআই/টিএ