১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নতুন বিল পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে ফ্রান্স।
বুধবার (৩১শে ডিসেম্বর) ফরাসি সম্প্রচারমাধ্যম 'ফ্রান্স ইনফো' এই তথ্য জানিয়েছে।
আগামী ৮ই জানুয়ারি ফ্রান্সের 'কাউন্সিল অব স্টেট' এই বিলটি পর্যালোচনা করবে। বিলটি পাস হলে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে হাইস্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হবে।
একইসঙ্গে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকারও বন্ধ করা হবে।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বিলটির খসড়া এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ইউরোপীয় আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়। এর আগে নেওয়া একটি পদক্ষেপে আইনি জটিলতা থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি।
গত নভেম্বরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছিলেন, তিনি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শুরু থেকে হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের আওতা বাড়াতে চান। পাশাপাশি ১৫ বা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ওপরও জোর দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের একটি আইনের আওতায় ফ্রান্সে নার্সারি থেকে মাধ্যমিক স্কুল (মিডল স্কুল) পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার আগে থেকেই নিষিদ্ধ রয়েছে, যদিও এর বাস্তবায়ন অনেক সময় কঠিন হয়ে পড়ে।
তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীদের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বিভিন্ন গবেষণায় উঠে আসার পরিপ্রেক্ষিতে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউটি/টিএ