আজমেরী হক বাঁধন শোবিজ অঙ্গনে এক সাহসিকতার প্রতীক। জুলাই আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তিনি বরাবরই সরব ছিলেন। এবার নতুন বছরের শুরুতে সফলতা, ব্যর্থতা, কৃতজ্ঞতা, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি নিয়ে এক আবেগঘন পোস্ট করেন তিনি ।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাঁধন তার ফেসবুক পোস্টে বিগত বছরের অর্জন নিয়ে লেখেন, ‘২০২৫ সাল ছিল একটি ঘটনাবহুল বছর। কাজে পেয়েছি পূর্ণতা আর স্বাস্থ্যে ছিল চ্যালেঞ্জ তবে এ দুটি আমাকে শিখিয়েছে শক্ত থাকতে, কৃতজ্ঞ হতে এবং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিতে। আমি সত্যিই এখন জীবনকে ভালোবাসতে শিখেছি।’
দেশের সংকাটাপন্ন মুহূর্ত স্মরণ করে লেখেন, ‘২০২৫ সাল ছিল দেশের জন্য এক কঠিন বছর। আমরা দেখেছি অন্যায়, এমন কিছু মুহূর্ত যখন নেতৃত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।’
খালেদা জিয়ার প্রয়াণ নিয়ে বলেন, ‘আমরা গভীর শোক আর অপূরণীয় ক্ষতির মধ্য দিয়েও গেছি। আমরা বিদায় জানিয়েছি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যিনি ছিলেন দৃঢ়তা, সাহসিকতা এবং মর্যাদার এক মূর্ত প্রতীক। তাঁর অন্তিম যাত্রায় মানুষ যে সম্মান দেখিয়েছে তা থেকে প্রমাণিত হয় শ্রদ্ধা অর্জিত হয় সেবা ও ত্যাগের মাধ্যমে।’
ইনকিলাম মঞ্চের মুখপাত্র হাদিকে স্মরণ করে লেখেন, ‘এ বছর আমরা হারিয়েছি এক সাহসী তরুণ নেতা, যার কণ্ঠে ছিল আশার আলো। তাঁর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় - মানুষকে রক্ষা করা, তরুণদের কথা শোনা এমন একটি দেশের প্রয়োজন কতটা জরুরি।’
২০২৬ সালে আমার একটাই প্রার্থনা দেশের মানুষ যেন ন্যায়, সমতা, আর মানুষের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব পায়
আশাবাদী বাঁধন লেখেন, ‘২০২৬ সালে আমার একটাই প্রার্থনা দেশের মানুষ যেন ন্যায়, সমতা, আর মানুষের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব পায়।’
সর্বশেষ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আপনাদের সবার জন্য রইল শান্তিময়, আশায় ভরা নতুন বছরের শুভেচ্ছা।’
আরআই/টিএ