বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আর এবার নতুন বছরে এই দুই তারকা ফের আলোচনায় তাও আবার তাদেরই ভক্তদের তোলা সেলফির কারণে। নতুন বছর একেবারেই নিরিবিলি মেজাজে কাটালেন বলিউডের পাওয়ার কাপল ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়ে এক ভক্তের অনুরোধে সেলফি তোলেই দুই তারকা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শীতের পোশাকে সহজ-স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। ভারী সাজ নয়, স্বাভাবিক স্টাইলেই নজর কেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। অন্যদিকে কালো পোশাকের সঙ্গে লাল চশমা পরে ক্যাজুয়াল লুকে দেখা গেছে অভিষেককে।
এর আগে ছুটিতে যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া ও অভিষেককে। সেই সফরে তাদের সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চনও। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব এই তারকা দম্পতি, তবুও মাঝে মাঝে ভক্তদের সামনে ধরা দেন এমনভাবেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, বাবা-মাকে ঘিরে চলা গুঞ্জন সম্পর্কে আরাধ্যা আদৌ জানে কি না তা তিনি আশা করেন না। তার কথায়, ও খুব পরিণত একটা মেয়ে। ফোনও ব্যবহার করে না। বন্ধুরা যোগাযোগ করতে চাইলে ওর মায়ের ফোনেই করতে হয়। এটা আমরা অনেক আগেই ঠিক করেছি।
২০০০-এর দশকের শুরুতে পরিচয়, তারপর ‘ধুম টু’, ‘গুরু’ একসঙ্গে কাজ করতে করতেই কাছাকাছি আসা। ২০০৭ সালে বিয়ে, ২০১১ সালে কন্যা আরাধ্যার আগমন। বছরের পর বছর ধরে ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন ঐশ্বরিয়া–অভিষেক।
কাজের দিক থেকে, ঐশ্বরিয়াকে শেষ দেখা গেছে মণি রত্নমের পন্নিয়িন ‘সেলভান: টু (২০২৩)’ সিনেমায়। নতুন কোনও প্রজেক্ট এখনো ঘোষণা করেননি তিনি। অন্যদিকে অভিষেকের সর্বশেষ মুক্তি ‘কালিধর লাপাতা’। সামনে তাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’সিনেমায়, যেখানে রয়েছেন শাহরুখ খান ও সুহানা খানও।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসকে/এসএন