মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় চরজব্বর থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. বেলায়েত হোসেন (৪৪) উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা মৃত খুরশীদ আলমের ছেলে। জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. বেলায়েত হোসেন মাদক সংক্রান্ত একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/টিএ