২০১৮ সালের মার্চে গ্রায়েম ক্রেমারের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে যেতে পারেনি জিম্বাবুয়ে। ২০১৯ বিশ্বকাপ খেলার টিকিট কাটতে না পারায় সেবছরই স্ত্রী মের্নার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। সাত বছরের বেশি সময় সেখানেই কাটিয়েছেন তিনি। নানান সময়ে খেলেছেন গলফও। তবে গত বছর আবারও পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পর ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফেরানো হয় ক্রেমারকে। যদিও সেই সিরিজে ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। তবে কদিন আগে পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুইটি ম্যাচে ৭ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার।
মাত্র দুই ম্যাচ খেলেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের দলে জায়গা করে নিয়েছেন ক্রেমার। জিম্বাবুয়ের ঘোষিত স্কোয়াডে ফেরানো হয়েছে ব্লেসিং মুজারাবানিকে। পিঠের চোটের কারণে সবশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তবে চোট থেকে সেরে উঠায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে যাচ্ছেন মুজারাবানি।
স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামুরি। শন উইলিয়ামসের বদলি হিসেবে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব সুযোগ পেয়েছিলেন ক্লাইভ মাদান্দে। টি-টোয়েন্টি দলে জায়গায় ধরে রেখে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের ঘরোয়া টুর্নামেন্টে ৭৬ গড়ে ১৫২ রান করেছেন মাদান্দে। দলে আছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার ব্রেন্ডন টেলর।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। স্পিন বিভাগে ক্রেমারের সঙ্গে আছেন ওয়েলিংটন মাসাকাদজা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কাতে খেলবে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড-
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মায়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিসা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা এবং ব্রেন্ডন টেলর।
এসএস/টিকে