শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ভয়াবহ ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে বিস্ফোরণের শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। নিহত সোহান ওই ইউনিয়নের ব্যাপারীকান্দী গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে।
ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ব্যাপারীকান্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে। তবে নিহত সোহানের লাশ পাওয়া গেছে আধা কিলোমিটার দূরে সাতঘরিয়াকান্দি গ্রামে ফসলি জমিতে।
নিহত সোহান ব্যাপারীর বোন মাজেদা আক্তার বলেন, ‘স্থানীয় নাসির ব্যাপারীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। তাঁর নামে মামলা থাকায় বাড়িতে থাকতে পারতেন না। এলাকার বিভিন্ন বাড়িতে পালিয়ে থাকতেন। গতকাল রাত ১১টার দিকে সোহান বাড়ি থেকে বের হন। আজ সকালে ফসলি জমিতে তাঁর লাশ পড়ে থাকার কথা জেনে ছুটে এসেছেন।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ গণমাধ্যমকে বলেন, ‘ভোরে সাতঘরিয়াকান্দি গ্রামে একটি বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘরে বোমা ও ককটেল তৈরির সরঞ্জাম ছিল। দূরে ফসলি জমিতে এক ব্যক্তির ক্ষতবিক্ষত ও রক্তাক্ত লাশ পাওয়া গেছে। এ ঘটনা কীভাবে ঘটেছে এবং ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এবি/টিএ