স্যানন পরিবারে এখন খুশির আবহ। বেজে উঠেছে বিয়ের সানাই। অভিনেত্রী কৃতী স্যাননের ছোট বোন নূপুর স্যাননের বিয়ে ঘিরে সাজ সাজ রব গোটা পরিবারে। সেই আনন্দের মুহূর্তে পরিবারের সঙ্গে থাকতে প্রেমিক কবীর বাহিয়াকে সঙ্গে নিয়ে রাজস্থানের উদ্দেশে উড়ে গেলেন কৃতী।
মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে কৃতী ও কবীরকে একসঙ্গে দেখা যায়। বোনের বিয়ের আনন্দ যেন ধরা পড়েছে কৃতীর চোখেমুখেই। কালো ওভারকোট, ঢিলেঢালা জিনস আর চোখে রোদচশমায় সহজ-সরল বিমানবন্দর লুকে হাজির হয়েছিলেন তিনি। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলতেও কুণ্ঠাবোধ করেননি বলিউড তারকা।
জানা গেছে, রাজস্থানের উদয়পুরেই বসতে চলেছে নূপুর ও গায়ক স্টেবিন বেনের বিয়ের আসর। আগামী এগারো জানুয়ারি উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিয়ে। তার আগে পরিবারের সদস্যরা একে একে পৌঁছচ্ছেন বিয়ের শহরে। বিয়ের পর তেরো জানুয়ারি মুম্বইতে একটি জমকালো সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে নবদম্পতির।
উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই স্টেবিন বেনের সঙ্গে বাগদান সেরেছেন নূপুর স্যানন। সেই অনুষ্ঠান হয়েছিল বিলাসবহুল প্রমোদতরীতে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এবার সেই সম্পর্কই পরিণতি পাচ্ছে বিবাহবন্ধনে।
অভিনয় জগতে দিদি কৃতীর মতো বড় সাফল্য না পেলেও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন নূপুর। কয়েক বছর আগে একটি জনপ্রিয় মিউজিক ভিডিওর মাধ্যমে আলোচনায় এলেও অভিনয়ে সেভাবে থিতু হতে পারেননি তিনি। তবে ফ্যাশনের প্রতি আগ্রহ থেকেই নিজের পোশাক ব্র্যান্ডের মাধ্যমে নতুন পথ বেছে নিয়েছেন নূপুর। পশ্চিমি থেকে ঐতিহ্যবাহী পোশাকের সম্ভারে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি।
সব মিলিয়ে, উদয়পুরে বসতে চলা এই বিয়ে শুধু স্যানন পরিবারের নয়, বলিউড মহলেও এখন আলোচনার কেন্দ্রে। কৃতী-নূপুরের পারিবারিক এই আনন্দঘন মুহূর্তে নজর এখন বিয়ের দিনক্ষণ আর রাজকীয় আয়োজনের দিকেই।
আরপি/টিকে