ক্যানসার আক্রান্ত ইংলিশ ফুটবল কিংবদন্তি কিগান

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লিভারপুল, নিউক্যাসল ইউনাইটেড ও সাউদাম্পটনের সাবেক ফুটবলার ও নিউক্যাসল ও ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা বিখ্যাত এই ফুটবলারের ক্যানসার শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

৭৪ বছর বয়সী কিগান সম্প্রতি শারীরিক উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। কিগানের সর্বশেষ ২০০৮ সালে নিউক্যাসলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। রূপকথার মতো সাবেক ক্লাবে ফিরে এলেও পরে ক্লাবের মালিক মাইক অ্যাশলির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

নিউক্যাসল ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত পরিবারের বিবৃতিতে বলা হয়, 'কেভিন কিগানকে সম্প্রতি দীর্ঘদিনের পেটের সমস্যার আরও মূল্যায়নের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষাগুলোতে তার ক্যানসার ধরা পড়েছে, যার জন্য তিনি চিকিৎসা নেবেন। চিকিৎসক দলের হস্তক্ষেপ ও ধারাবাহিক যত্নের জন্য কেভিন কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবার ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছে এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।'

একই সঙ্গে নিউক্যাসল ইউনাইটেড সামাজিক যোগাযোগমাধ্যমে কিগানের প্রতি সমর্থন জানিয়ে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ও ম্যানেজার কেভিন কিগানের ক্যানসার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা নেবেন। দীর্ঘদিনের পেটের সমস্যার মূল্যায়নের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিং কেভ-আমরা প্রতিটি ধাপে আপনার পাশে আছি। দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’



কিগান ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নিউক্যাসলের ম্যানেজার ছিলেন, পাশাপাশি ২০০৮ সালে স্বল্প সময়ের জন্য আবারও দায়িত্ব পালন করেন। খেলোয়াড় হিসেবে তিনি ম্যাগপাইদের হয়ে ৭৮ ম্যাচ খেলেন এবং ৪৮ গোল করেন।

স্কানথর্পে ক্যারিয়ার শুরু করা কিগানের খেলোয়াড়ি জীবনের সবচেয়ে সফল সময় কেটেছে লিভারপুলে। ১৯৭১ থেকে ১৯৭৭ সালের মধ্যে তিনি ক্লাবটির হয়ে ২৩০ ম্যাচে ৬৮ গোল করেন এবং তিনটি লিগ শিরোপা জেতেন। এরপর কয়েক বছরের জন্য জার্মানিতে পাড়ি জমান। ১৯৮০ সালে ইংল্যান্ডে ফিরে এসে সাউদ্যাম্পটনে কয়েক বছর খেলেন, পরে নিউক্যাসলে যোগ দেন এবং শেষ পর্যন্ত ১৯৮৫ সালে ব্ল্যাকটাউন সিটির হয়ে অবসর নেন। ব্যক্তিগত অর্জনের দিক থেকে, হামবুর্গে খেলার সময় তিনি দু’বার ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলা কিগানের আন্তর্জাতিক ক্যারিয়ারও ছিল সম্মানজনক। তিনি দেশের অধিনায়কত্ব করেছেন এবং ১৯৮২ বিশ্বকাপে অংশ নেন, যদিও ১৯৬৬ সালের সেই ঐতিহাসিক দলের সাফল্য পুনরাবৃত্তি করতে পারেননি। তবে ইংল্যান্ডের ইতিহাসের তো বটেই, ফুটবল ইতিহাসের সেরাদের একজন হিসেবেই বিবেচিত হন কিগান।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর তিনি জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। ১৯৯৯ সালে গ্লেন হডলের স্থলাভিষিক্ত হয়ে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন এবং দলকে ইউরো ২০০০-এ নেতৃত্ব দেন। তবে হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি পদত্যাগ করেন এবং ক্লাব ফুটবলে ফিরে গিয়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে আমরা কিছু করতে যাচ্ছি, যেভাবেই হোক এটি আমাদের চাই: ট্রাম্প Jan 10, 2026
img
আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইসহ আহত ২ Jan 10, 2026
জাতীয় সরকার প্রশ্নে বিএনপি-জামায়াত কোন পথে? Jan 10, 2026
এবার মেক্সিকোতে হামলার পরিকল্পনা ট্রাম্পের Jan 10, 2026
তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীর আলহামদুলিল্লাহ পাঠ Jan 10, 2026
পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাবে লভিভে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র Jan 10, 2026
মাচাদোর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন ট্রাম্প Jan 10, 2026
বেগম জিয়া সম্ভবত আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন: আইন উপদেষ্টা Jan 10, 2026
হা-দি ও স্বেচ্ছাসেবকদল নেতার ঘটনায় ইশরাকের মন্তব্য! Jan 10, 2026
যেভাবে দোয়া করলে কবুল হয় Jan 10, 2026
তেলের চেয়েও বড় চমক নিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে ভেনেজুয়েলা Jan 10, 2026
তামিমকে ভারতীয় দা-লা-ল বললেন বিসিবি পরিচালক Jan 10, 2026
খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান Jan 10, 2026
নতুন সিজনে দর্শকের জন্য হাসি আর চমক Jan 10, 2026
img
ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের Jan 10, 2026
বিসিবি পরিচালকের পোস্টে তোলপাড় দেশের ক্রিকেট Jan 10, 2026
img
বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি: ড. জিয়াউদ্দিন হায়দার Jan 10, 2026
img
রাশিয়া ও ভেনেজুয়েলার ২ তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের Jan 10, 2026
img
কুড়িগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার Jan 10, 2026
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর Jan 10, 2026