কারিনা কাপুর খান তারকা সন্তান তৈমুর ও জেহকে সামাজিক দুনিয়ার জটিলতা শেখানোর পাশাপাশি ভ্রমণে গেলে ছবি তোলার শিষ্টাচারও শিক্ষানীয়ভাবে শিখিয়েছেন। ছোটবেলা থেকেই তারকাদের সন্তানরা ক্যামেরার সামনে থাকে, তাই করিনা নিজের অভিজ্ঞতা থেকে সন্তানদের উপযুক্ত আচরণ শিখাচ্ছেন।
বেবো নিজে স্বীকার করেছেন, ভ্রমণে গেলে প্রথমেই সন্তানদের শান্ত হয়ে বসতে বলা হয়। তারপর মিষ্টি করে হাসতে বলা হয়, নাকে হাত না দেওয়ার সতর্কতাও দেওয়া হয়। ঠিকমতো ছবি তুললে পুরস্কার হিসেবে আইসক্রিম দেওয়া হয়, আর যদি না মানে, খুদেরা শান্ত হয় না। করিনার মতে, এই নিয়ম ভ্রমণের সময় শিশুরা শিখলে সহজেই সামাজিক পরিস্থিতিতে সাবলীল হয়ে ওঠে।
ছোট জেহ তার মায়ের মতো মজার, দুষ্টুমি ভরা, আর তৈমুর ধীরস্থির এবং শান্ত। এই পার্থক্য থাকা সত্ত্বেও কারিনা বলেন, দুই ছেলেকে একই নিয়মে শেখানো হয়, যাতে ক্যামেরার সামনে উপস্থিতি সুন্দর ও নিয়ন্ত্রিত থাকে। তবে গত বছরের জানুয়ারিতে সইফ আলি খানের ওপর হামলার পর থেকে করিনা সন্তানদের ছবিশিকারিদের হাত থেকে আড়ালেই রাখছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে কারিনা দেখিয়েছেন, তারকা সন্তানও সাধারণ শিশুর মতো শিখতে এবং খেলাধুলা করতে চায়।
আরপি/টিকে