দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সীমিত করেছে বাংলাদেশ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন শহরে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনে ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে পর্যটক ভিসা কার্যক্রম কমিয়ে আনা হয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকেও ভিসা সেবা স্থগিত করা হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, বর্তমানে ভারতের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে সীমিত আকারে ভিসা সেবা চালু রয়েছে। তবে পর্যটক ভিসার ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও ব্যবসায়িক ও অন্যান্য ক্যাটাগরির ভিসা এখনো দেওয়া হচ্ছে।
বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে হামলা ও বিক্ষোভের ঘটনার পর দুই দেশের ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা শুরু হয়।
এদিকে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটক ভিসা এখনও বন্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, পারস্পরিক আস্থা ও কূটনৈতিক পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় দেশের ভিসা নীতিতে এই সীমাবদ্ধতা অব্যাহত থাকতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমআর/টিকে