সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে শেষ পর্যন্ত এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়ায় দিরাই-শাল্লার বিএনপি কর্মীসমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ইতোমধ্যে মাঠে নেমেছেন।এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল জানিয়েছেন, দলকে বিজয়ী করতে তিনি মাঠে রয়েছেন।আঠারো সালের জাতীয় নির্বাচনের পর থেকেই মাঠে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন,গত আট বছর ধরে আমি নিয়মিত মাঠে থেকে দলের জন্য কাজ করায় তৃনমুল পর্যায়ের মানুষদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। দিরাই শাল্লার কোথায় কি সমস্যা ইতোমধ্যে তা শনাক্ত করে এর সমাধানেও পরিকল্পনা করেছি। হাওরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি কাজ করছি।
আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, তাই ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।এজন্যে তিনি দিরাই শাল্লাবাসীকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন,এই দুর্গম এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আমাদের একজন ডায়নামিক নেতার প্রয়োজন।পাবেল চৌধুরী একজন ডায়নামিক নেতা হিসেবে আমাদের সুখে দুখে তিনি আমাদের সাথী ছিলেন। তার নেতৃত্বে ভাটি অঞ্চলের উন্নয়ন সাধিত হবে।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ বলেন,দীর্ঘদিন ধরে পাবেল চৌধুরী এলাকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের চরম দুর্দিনে পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।তাকে নমিনেশন দেয়ায় আমরা আনন্দিত। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেব। এলক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে প্রথমে নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। এরপর এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকেও বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও একইভাবে উপরোক্ত দু'জনকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরবর্তীতে নাসির চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করে পাবেল চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ওই নির্বাচনের পর থেকে পাবেল চৌধুরী একটানা মাঠে কাজ করেন। গেল বাইশের ভয়াবহ বন্যা, করোনা মহামারিতে নিজের অর্থ দিয়ে তিনি দিরাই শাল্লার মানুষের পাশে দাড়ান। এসকল কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় পাবেল চৌধুরীর কর্মীসমর্থকরাসহ বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
পাবেল চৌধুরীর পিতা দিরাই শাল্লা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস শহীদ চৌধুরী বিএনপির জন্য আমৃত্যু কাজ করে গেছেন।ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা পাবেল চৌধুরীও তার পিতার পথ অনুসরণ করে আগামী দিনে মানুষের জন্যে কাজ করছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।
টিজে/টিকে