৩৬০ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে দুই দলের মালিকানা বিক্রি করলো পিসিবি। একটি দলের মালিকানা কিনেছে এফকেএস গ্রুপ, হায়দরাবাদ নামে ফ্র্যাঞ্চাইজি চালাবে তারা। অন্য দলের নাম শিয়ালকোট, যা কিনেছে ওজেড ডেভলপার্স। দুটি দল মালিকানা পেয়েছে ১০ বছরের জন্য।
বৃহস্পতিবার জিন্নাহ সেন্টারে অনুষ্ঠিত অকশন থেকে ইন্দোনেশিয়ানভিত্তিক গ্রুপ এফকেএস ফ্র্যাঞ্চাইজি কিনেছে ১.৭৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিয়ে। দাম শুরু হয়েছিল ১.১০ বিলিয়ন রুপি থেকে। এফকেএসের সঙ্গে লড়াই হয়েছে ১২সি গ্রুপের। ১২সি গ্রুপ শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যও লড়াই করেছে। পাকিস্তানভিত্তিক গ্রুপ ওজেড ডেভলপার্স ১.৮৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দাম দিয়ে মালিকানা পেয়েছে।
দুটি নতুন দল নিতে পাঁচটি দেশের ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনের শেষ সময়সীমা ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২৭ ডিসেম্বর নিলামের বিস্তাতি জানায় পিসিবি। আর আজ নিলামের মধ্যে দিয়ে পুরো প্রক্রিয়া শেষ হলো।
২০১৬ সালে পিএসএল শুরু হয়েছিল পাঁচ দল নিয়ে। ২০১৮ সালের আসরে দলসংখ্যা বাড়ে। ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় মুলতান সুলতানস। ৭ আসর পর আবার দলসংখ্যা বাড়লো। নতুন দুটি যুক্ত হওয়ায় ২০২৬ সালের আসরে অংশ নেবে ৮টি দল।
১১তম পিএসএলে ৮ দলের অংশগ্রহণে ম্যাচ হবে ৬০টি। এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, শোনা যাচ্ছে টুর্নামেন্ট গড়াতে পারে মার্চের দিকে।
এমআর/টিকে