আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে ৫ হাজার ৫০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির চুবুত প্রদেশের গভর্নর।
বার্তা সংস্থা এএফপি জানায়, পাতাগোনিয়া অঞ্চলের পুয়ের্তো পাত্রিয়াদা এলাকায় গত সোমবার আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এপুয়েন শহরের আশপাশে। শহরটিতে প্রায় দুই হাজার মানুষের বসবাস রয়েছে।
গভর্নর ইগনাসিও তোরেস জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০০ দমকলকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। কর্ডোবা প্রদেশ ও প্রতিবেশী দেশ চিলি থেকেও সহায়তা আসছে।
দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার পর্যটক ও ১৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অন্তত ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া আগুন নেভানোর কাজকে আরও কঠিন করে তুলেছে। এদিকে পাতাগোনিয়ার নিউকুয়েন, রিও নেগ্রো ও সান্তা ক্রুজ প্রদেশেও দাবানল সক্রিয় রয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুতে এসব এলাকায় দাবানলে ৩২ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছিল।
পিআর/টিকে