সঙ্গীতকে নিজের জীবনের ঈশ্বর হিসেবে মনে করেন বিখ্যাত গায়ক জুবিন নটিয়াল। তার কথায়, “সঙ্গীত আমার কাছে ঈশ্বর। এটি এক রকমের জাদু কখনও উদযাপন, কখনও কষ্ট, কখনও মিষ্টি ব্যথা, আবার আনন্দের কান্নাও।”
জুবিনের এই অনুভূতি প্রতিফলিত করে তাঁর গান ও শিল্পীজীবনের গভীরতা। প্রতিটি সুরে তিনি শুধু মেলডি না, বরং অনুভূতির স্বর তুলে ধরেন, যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে।
পিআর/টিকে