হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান পরিচালনা করে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, রোববার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ১টি পুরাতন কাগজের কার্টনভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে কার্টনভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যে মধ্যে ছিল বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি ও জিরা। যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
জব্দ করা পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
কেএন/টিকে