টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর দিশা পাটানীর প্রেম জীবন নতুন দিগন্তে প্রবেশ করেছে। এবার দিশার জীবনে এসেছে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের সান্নিধ্য। যদিও দিশার প্রেমিক সর্বক্ষণ মুখ ঢেকে থাকেন, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে দেখা গেছে।
সম্প্রতি কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে দিশা পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন। সেই বিয়েতে চোখে পড়েছিল দিশার নতুন সঙ্গী, যিনি হুডি পরে মুখ ঢাকা অবস্থায় দিশাকে এক মুহূর্তের জন্যও পাশে ছাড়েননি। জানা গেছে, দিশার থেকে চার বছরের ছোট তলবিন্দর গান গেয়ে পরিচিত। গান গাওয়ার পাশাপাশি তিনি সুর করেন এবং নিজেই গান বানান। ছোট বয়স থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা তলবিন্দর ১৪ বছর বয়সে সান ফ্রান্সিসকো চলে যান এবং তার দাদুর প্রভাবের কারণে বিভিন্ন খ্যাতনামী শিল্পীর সঙ্গে পরিচয় ঘটে।
কিন্তু পারফরম্যান্স বা সামাজিক অনুষ্ঠানে তিনি মুখোশ পরে থাকেন। এর কারণ হিসেবে তলবিন্দর জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের জীবন বজায় রাখতে চান। রাস্তায় বের হয়ে ফুচকা খাওয়া, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো—এই স্বাভাবিক মুহূর্তগুলো তারকা জীবনে বাধাগ্রস্ত হোক না, তাই তিনি মুখোশের আড়ালে থাকেন।
দিশা ও তলবিন্দরের এই নতুন সম্পর্ক ইতোমধ্যে বলিউডের ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনা উস্কে দিয়েছে। প্রেম প্রকাশ না করলেও পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিতি সম্পর্কের সত্যতা প্রতিফলিত করছে।
এমকে/টিএ