আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর পান্থপথে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দীর্ঘদিন জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত নির্বাচনগুলোতে তারা ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে। সবাই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় আছে। এমন সুযোগকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্খার প্রতিফলনের ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।
জামায়াতের সমালোচনা করে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তারা বলছে ভোট দিলেই বেহেশতে যাবে। কিন্তু বেহেশতে যেতে হলে আমল করতে হয়। আমল ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না।
দলীয় নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মধ্যে বিষোদগার করা থেকে বিরত থাকতে হবে।
এসএস/টিএ