ইরানি বিক্ষোভকারীদের ট্রাম্পের আশ্বাস : শিগগিরই আসছে সাহায্য

ইরানের জনগণের দেশজুড়ে চলমান বিক্ষোভ অব্যাহত রাখা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে মঙ্গলবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানি কর্তৃপক্ষ ব্যাপক আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান—আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!!!’
তিনি আরো লেখেন, ‘হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘প্রতিবাদকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য পথে রয়েছে।’

ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি বারবার দেওয়া ট্রাম্প তার বার্তার শেষে ‘মিগা’—‘মেক ইরান গ্রেট এগেইন’ লিখে স্বাক্ষর করেন।
প্রেসিডেন্ট তার প্রতিশ্রুত ‘সাহায্য’ কী ধরনের হবে, তা স্পষ্ট করেননি।

তবে এই বার্তায় ইসলামী প্রজাতন্ত্রে সরকার উৎখাতের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়, যা এক দিন আগের মার্কিন অবস্থান থেকে পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ট্রাম্পের প্রেসসচিব ক্যারোলিন লেভিট সোমবার সাংবাদিকদের বলেন, তেহরানের সঙ্গে কূটনীতির একটি পথ এখনো খোলা রয়েছে। তিনি জানান, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ইরান ‘অনেক ভিন্ন সুর’ গ্রহণ করছে।

ট্রাম্প সোমবারই ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। একই সময়ে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, দমন অভিযানে অন্তত ৬৪৮ জন নিহত হয়েছে বলে তাদের ধারণা।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ধারাবাহিক কয়েক রাতের ব্যাপক বিক্ষোভের পর তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এসব বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ধর্মীয় নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে, যে বিপ্লবে শাহকে উৎখাত করা হয়েছিল।

তবে মানবাধিকার সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ তুলেছে এবং বলেছে, চার দিনের বেশি সময় ধরে চলা ইন্টারনেট বন্ধ রেখে দমন অভিযানের প্রকৃত মাত্রা আড়াল করা হচ্ছে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

শ্রাবন্তী ফের ওয়েবের পর্দায় Jan 14, 2026
সুপ্রিম কোর্টের নির্দেশে নিরপেক্ষ তদন্ত Jan 14, 2026
ইতিহাসে নতুন অধ্যায়, সম্পত্তি সাইফের Jan 14, 2026
ভাট–পান্ডে দ্বন্দ্বে সরগরম বলিউড Jan 14, 2026
img

অর্থ উপদেষ্টা

শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে Jan 14, 2026
বিশ্বকাপ বয়কট ইস্যুতে কী বলছেন সুজন? Jan 14, 2026
img
ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে Jan 14, 2026
img
পিআর গেমের অন্ধকার দিক নিয়ে অকপট তাপসী Jan 14, 2026
img
জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল Jan 14, 2026
img
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনায় তদন্ত কমিটি Jan 14, 2026
img
খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির Jan 14, 2026
img
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ Jan 14, 2026
img
বরিশালে জাল টাকাসহ গ্রেপ্তার ৪ Jan 14, 2026
img
বক্স অফিসে ঝড় তুললেন চিরঞ্জীবী Jan 14, 2026
img
ভেত্রিমারনের ছবিতে প্রথমবার জুটি বাঁধতে পারেন সামান্থা-সিম্বু Jan 14, 2026
img
শোভিতার নতুন চরিত্র, ওটিটিতে ‘'চিকাটি লো'’ Jan 14, 2026
img
বাংলাদেশের তিনদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি বিমান ঘাঁটি সচল করছে ভারত Jan 14, 2026
img
বলিউডের 'নোং-রা খেলা' নিয়ে তাপসী পান্নুর মন্তব্য Jan 14, 2026
img
খামেনি প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান নোবেলজয়ী শিরিনের Jan 14, 2026
img
বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩ দেশের জয় Jan 14, 2026