দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পিআর সংস্কৃতি নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রকাশ্যে তিনি এমন এক বাস্তবতার কথা তুলে ধরলেন, যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে অনেকেই ফিসফাস করলেও খুব কম মানুষই মুখ খুলতে চান। তাপসীর স্পষ্ট অভিযোগ, আজকের দিনে সিনেমা জগতে প্রতিভার চেয়েও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জনসংযোগ বা পিআর ইমেজ। কে কেমন অভিনয় করছেন, তার থেকেও বড় হয়ে উঠছে কে কতটা আলোচনায় আছেন, কে সোশ্যাল মিডিয়ায় কতটা ভাইরাল হচ্ছেন কিংবা কে কতটা কৌশলে নিজেকে প্রচার করতে পারছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, “মানুষ এখন অন্য কাউকে নিচে নামানোর জন্যও টাকা খরচ করছে।” তাঁর এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে বলিউডের বর্তমান কাজের সংস্কৃতি নিয়ে। অভিনেত্রীর কথায়, কবে থেকে একজনের সাফল্য আরেকজনের ব্যর্থতার ওপর নির্ভর করতে শুরু করল, সেই উত্তরই খুঁজে পাচ্ছেন না তিনি।
এবি/টিএ