দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। একইসঙ্গে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি, এ নিয়ে ব্যাখ্যা দিতে ইসিকে আহ্বান জানিয়েছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এই প্রস্তাব দেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে প্রতিনিধিদলটি বৈঠক শেষে গণমাধ্যমকে জানায়, কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়ে কথা বলতেই তারা এসেছিলেন। কমিশনকে তারা কিছু আইনি ব্যাখ্যার পাশাপাশি কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেয়া উচিত।
পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
এ নিয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য হচ্ছে, অনেক কিছু অনিয়ম হয়েছে। যে ভুল-ভ্রান্তি হচ্ছে সেখানে আমরা ভুক্তভোগী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করা হচ্ছে, এটা প্রমাণিত। এ জন্য ইসির ব্যাখ্যা চেয়েছি।
এমআর/টিএ