৬৬ পেরিয়ে এসে ভাগ্য, স্বপ্ন ও জীবনের দর্শন নিয়ে স্পষ্ট ভাষায় নিজের ভাবনা জানালেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য উত্থান-পতন দেখেছেন তিনি, তাই তাঁর কথায় কেবল দর্শন নয়, বাস্তব অভিজ্ঞতার ছাপও স্পষ্ট। বর্ষীয়ান এই অভিনেতার মতে, ভাগ্য আগে থেকে নির্ধারিত এই ধারণাটাই ভুল।
মিঠুন মনে করেন, মানুষের জীবন আসলে তার স্বপ্নেরই প্রতিচ্ছবি। তিনি বলেন, ভাগ্যের আরেক নাম ডেসটিনি নয়, বরং স্বপ্ন। যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে-ই নিজের ভাগ্য নিজে গড়ে তোলে। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন হতে হবে সঠিক, স্পষ্ট এবং বাস্তবসম্মত।
তাঁর কথায়, যদি কেউ সঠিক স্বপ্ন দেখতে পারে এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করে, তাহলে ভাগ্যও একসময় তার পাশে দাঁড়ায়। মিঠুনের এই বক্তব্য তরুণ প্রজন্মের জন্য এক ধরনের প্রেরণা হিসেবেই ধরা হচ্ছে। জীবনে বারবার লড়াই করে উঠে আসা এই অভিনেতা নিজের অভিজ্ঞতা থেকেই যেন বুঝিয়ে দিলেন, সাফল্য কেবল ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং মানুষের ইচ্ছাশক্তি ও পরিশ্রমের ওপরই বেশি নির্ভরশীল।
বর্তমান সময়ে যেখানে অনেকেই ব্যর্থতার দায় ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দেয়, সেখানে মিঠুনের এই বার্তা নতুন করে ভাবতে শেখাচ্ছে। স্বপ্ন দেখা, সেটিকে লালন করা এবং তার জন্য অবিরাম চেষ্টা করাই যে জীবনের আসল শক্তি সেটাই আবার মনে করিয়ে দিলেন তিনি।
পিআর/টিএ