বৃহন্মুম্বাই পুরনিগমের নির্বাচনী দিন ১৫ জানুয়ারি। সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। সেই ভিড়ের মধ্যে নিজের বাড়ির কাছের কেন্দ্রে স্ত্রীসহ ভোট দিতে যান বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে ভোট দেওয়ার পর অভিনেতাকে গাড়িতে উঠতে যাওয়ার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা, যা দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
একজন যুবতী অক্ষয়ের পা জড়িয়ে ধরেন এবং তাঁর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। তিনি জানান, তার বাবা ঋণের বোঝায় ভুগছেন এবং তিনি নিজে অক্ষয়ের একনিষ্ঠ অনুরাগী। যুবতী আশা করেন, অক্ষয় তার পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন।
অক্ষয় যুবতীর আবেদনকে পুরোপুরি উপেক্ষা করেননি। তিনি সহযোগীকে দেখিয়ে যুবতীর কাছে নিজের ফোন নম্বর দিতে বলেন, যাতে পরবর্তী যোগাযোগ সম্ভব হয়। এই মুহূর্তে অনেকে আশা করছেন, অক্ষয় হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ায় দর্শকরা তা নিয়ে তর্ক শুরু করেছেন।
অক্ষয় কুমারের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ করে তোলে তার বিতর্কিত চরিত্রের কারণে। বলিউডে তাকে মাঝে মাঝে ‘কৃপণ’ হিসেবে অভিহিত করা হয়। তবে এই ঘটনায় দেখা যাবে, বাস্তবে তিনি কি যুবতীর অনুরোধে সাহায্য করবেন কিনা।
পিআর/টিএ