ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাতটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানিয়েছেন, রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি আপিল করেন। ঢাকায় নির্বাচন কমিশনে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।
তবে, পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মর্ডান মোড় এসে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং মোবাইল-টাকা নিয়ে নেন।
স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহার থানায় জিজ্ঞাসাবাদ করছে।
টিজে/টিকে