ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজের ধরন অনুযায়ী একই লেখা ভিন্নভাবে অনুবাদের সুযোগ নিয়ে ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ টুল চালু করেছে ওপেনএআই প্ল্যাটফর্ম। ফলে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্র্রযুক্তির এই টুল ব্যবহারের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টির অধিক ভাষায় অনুবাদ করতে পারবেন ব্যবহারকারীরা।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন এই টুলের কাজের ধরন গুগল ট্রান্সলেটরের মতো একই মনে হলেও কার্যকারিতার দিক থেকে চ্যাটজিপি ট্রান্সলেটটি খানিকটা আলাদা বলে জানিয়েছে ওপেনআই।
প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, প্রাথমিকভ্যাবে চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটির ওয়েব সংস্করণ চালু হয়েছে। চ্যাটজিপিটিতে আগে থেকেই নানা ভাষায় অনুবাদের সুবিধা থাকলেও এর ট্রান্সলেট টুলটি একদমই আলাদাভাবে ব্যবহার করা যাবে। চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলে কাজের ভিন্নতা অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্ধারণ করা যায়।
এতে করে ব্যবহারকারীরা চাইলে তাদের প্রয়োজনীয় একই লেখা ব্যবসায়িক ও আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের উপযোগী ভাষায় কিংবা শিক্ষামূলক কাজের ধরন অনুযায়ী অনুবাদ করতে পারবেন। অর্থাৎ, টুলটি ব্যবহার করে অনুবাদ করে এক ভাষা থেকে অন্য ভাষা করার পাশাপাশি চাইলে বার্তার উদ্দেশ্য ও পাঠকের ধরনকে গুরুত্বারোপ করা হয়েছে। যা বর্তমানে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে নেই।
ধারণা করা হচ্ছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট তিন ধরনের অনুবাদ নিয়ে আসবে। বর্তমানে তাদের হোমপেজে লেখা, ছবি ও কণ্ঠস্বর- তিন ধরনের উল্লেখ থাকলেও আপাতত ছবি অনুবাদের সুবিধা মিলছে না। আর ডেস্কটপ সংস্করণে শুধু লিখিত টেক্সট অনুবাদের সুযোগ আছে। ডকুমেন্ট, হাতের লেখা, ওয়েবসাইট বা তাৎক্ষণিক আলাপচারিতার অনুবাদের মতো সুযোগ-সুবিধা এখনো যুক্ত করা হয়নি।
তবে ওপেনএআই সম্প্রতি ‘ফরম্যাটিং ব্লকস’ পরিষেবা উন্মুক্ত করেছে। এটি মূলত ছোট এডিটর টুলবার। যেটি চ্যাটজিপিটির রিচ টেক্সট অংশে যেমন ই-মেইল বা লেখার খসড়ায় কোনো ধরনের লেখা সিলেক্ট করলে টুলবারটি অটোমেটিক্যালি চালু হয়। এতে ব্যবহারকারীরা তাদের কাজের ধরন অনুযায়ী তাৎক্ষণিক সম্পাদনা করতে পারেন।
এসকে/টিকে