আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ধারাবাহিক নির্বাচনি সফরে অংশ নেবেন। শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরীতে সফর করবেন। এদিন তিনি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫-তে গণসংযোগ করবেন এবং নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
এরপর ২৩ জানুয়ারি (জুমআ বার) তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। ওই দিন বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
২৪ জানুয়ারি (শনিবার) সকালে জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
এসকে/টিকে