আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিশ্বকাপ জয়ী আফগান ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের শুরুর দিকের তারকা শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত এবং সীমিত ক্রিকেট অবকাঠামোর মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দীর্ঘদেহী ফাস্ট বোলার।

আফগানিস্তানের সাবেক এই তারকা এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেট তারকা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আছেন।

মাঠে দৃঢ়তা ও লড়াকু মানসিকতার জন্য সবসময়ই প্রশংসিত ছিলেন শাপুর জাদরান। কিন্তু এবার মাঠের বাইরে এই ৩৮ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে লড়তে হচ্ছে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে।



পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১২ জানুয়ারি শাপুরের ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, এই ফাস্ট বোলারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলোও এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শাপুরের শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। তবে এখনো পর্যন্ত তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে কোনো বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এতে ভক্ত ও ক্রিকেট মহলে উদ্বেগ আরও বেড়েছে।

শাপুর জাদরানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আফগানিস্তান ছাড়াও প্রতিবেশী দেশগুলোতে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে শাপুরের জন্য দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, যিনি সবসময় সিংহের হৃদয় নিয়ে খেলেছেন, আজ তার জীবনযুদ্ধে সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।

রশিদ লতিফের এই বার্তার পর অসংখ্য ভক্ত, সতীর্থ ক্রিকেটার ও ক্রীড়া অনুরাগী শাপুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। আফগানিস্তান ক্রিকেটে শাপুর জাদরানের অবদান অনস্বীকার্য। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, যখন আফগান দল বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।

প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি। এই সময়ে তিনি ওয়ানডেতে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন।

তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে, যখন আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে শাপুর গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচ জয়সূচক রানও করেন, যা আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ার শেষে শাপুর জাদরান ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কী ভালো? Jan 17, 2026
img
১৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 17, 2026
img
খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ: ফয়সল চৌধুরী Jan 17, 2026
img
ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে! Jan 17, 2026
img
জাতীয় দিবসে মুক্তির অপেক্ষায় বিজয়ের ‘জন নয়াগণ’ Jan 17, 2026
img
গরম ভাতে ঘি খাওয়ার উপকারিতা Jan 17, 2026
img
খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না: বাসুদেব ধর Jan 17, 2026
img
জাবির বিদায়ের পর ভিনিসিউসের সঙ্গে নতুন করে চুক্তির পথে রিয়াল Jan 17, 2026
img
গমের রুটিতে বদহজম? তালিকায় রাখতে পারেন ৬ বিকল্প Jan 17, 2026
img
নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ Jan 17, 2026
img
নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো: হাবিব Jan 17, 2026
img
অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে: রবিন Jan 17, 2026
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 17, 2026
img
রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া: রবিউল আলম Jan 17, 2026
অসুস্থতা থামাতে পারেনি, ২০০ কি.মি স্কুটি চালিয়ে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা! Jan 17, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 17, 2026
যেভাবে খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হয়েছিল, জানালেন চিকিৎসক Jan 17, 2026
এককভাবে ভোটে যাচ্ছে চরমোনাইয়ের দল Jan 17, 2026
২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রবেশে বা-ধা নেই সমর্থকদের Jan 17, 2026
img
এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি : জুমা Jan 17, 2026