রাজনীতিকে ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের সেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, জনগণই রাষ্ট্রের মালিক এবং রাজনীতিবিদদের কাজ হলো জনগণের কাছে জবাবদিহি করা এই রাজনৈতিক দর্শন বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি বেল টাওয়ার রোডে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ রবিউল আলম রবি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিকে সেবাকর্ম হিসেবে দেখতেন। তিনি ক্ষমতায় থাকুন বা ক্ষমতার বাইরে থাকুন সব সময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। জনগণের রায়ে ক্ষমতায় যাওয়া, আবার রায় না পেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার যে রাজনৈতিক সংস্কৃতি, তা বাংলাদেশে তিনিই প্রতিষ্ঠা করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন রাজনীতিবিদরা জনগণের ঊর্ধ্বে নন, বরং জনগণের কাছে দায়বদ্ধ। কার্যকর সংসদ, জবাবদিহিমূলক সরকার এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা এই মূল্যবোধগুলো তার শাসনামলেই দৃশ্যমান হয়েছিল।
খালেদা জিয়ার জনপ্রিয়তার পেছনে পাঁচটি গুণের কথা উল্লেখ করে রবি বলেন, সততা, দেশপ্রেম, সক্রিয়তা, সাহস ও সংযম এই গুণগুলো তাকে একজন মহিমান্বিত নেত্রীতে পরিণত করেছে। তিনি বিএনপির নেতাকর্মীদের এসব গুণ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে একটি নতুন বাংলাদেশ গড়তে চান যেখানে রাজনীতি হবে সেবা, রাজনীতিবিদ থাকবে জনগণের পাশে এবং জনগণের কাছেই জবাবদিহি করবে।
ঢাকা-১০ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। নির্বাচনে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসএস/টিএ