অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “আমি এটা মেনে নিয়েছি যে, ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই, বাবা কিংবা বড় ভাই নেই, যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না।
আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে বেছে কাজ করি।”
মিমি চক্রবর্তী স্পষ্ট করেছেন, তার পেশাগত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিজস্ব এবং কোনো প্রভাবশালী সম্পর্কের ওপর নির্ভরশীল নয়।
তিনি মনে করেন, এই স্বাধীনতা তাকে তার শিল্পী হিসেবে সৃজনশীলভাবে আরও বিকশিত হতে সাহায্য করছে।
পিআর/টিএ