বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালে ‘শেষ কথা’ ছবিতে নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় করেন সুচিত্রা সেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ৬৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি বাংলা চলচ্চিত্রে এক অনন্য অধ্যায় সৃষ্টি করে। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘সাত নম্বর বাড়ি’, ‘চাওয়া পাওয়া’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সুচিত্রা সেন।
হিন্দি চলচ্চিত্রেও তিনি রেখেছেন অমলিন ছাপ। ‘আন্ধি’ ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্তরা স্মরণ করছেন এই মহানায়িকাকে, যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন।
পিআর/টিএ