টি-টোয়েন্টিতে দশম সেঞ্চুরি করলেন বাঁহাতি এই ওপেনার, তার চেয়ে বেশিবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন কেবল ক্রিস গেইল ও বাবর আজম। সবশেষ চার ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার।
টানা চার ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার। এর দুটিতে তিনি পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। এতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ভিরাট কোহলি ও রাইলি রুশোকে পেছনে ফেললেন বাঁহাতি এই ওপেনার। তার সামনে এখন আছেন কেবল আর দুই জন।
বিগ ব্যাশ লিগে শুক্রবার সিডনি সিক্সার্সের বিপক্ষে ৬৫ বলে চার ছক্কা ও ১১ চারে ১১০ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে এটি তার দশম সেঞ্চুরি। দুই ম্যাচ আগে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার; সেদিন ৯ সেঞ্চুরি নিয়ে তালিকার তিনে থাকা কোহলি ও রুশোকে স্পর্শ করেছিলেন তিনি।
১১ সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে আছেন বাবর আজম। ২২ সেঞ্চুরি নিয়ে চূড়ায় ক্রিস গেইল। ওয়ার্নারের আগের সেঞ্চুরির দিনে হোবার্টের বিপক্ষে ২০৫ রান করেও হেরেছিল সিডনি থান্ডার। এবার স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে সেই একই অভিজ্ঞতা হলো তাদের।
৪২ বলে ৯ ছক্কা ও ৫ চারে ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন স্মিথ। বাবরের সঙ্গে তার ১৪১ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সিডনি সিক্সার্স। শেষ পর্যন্ত তারা ৫ উইকেট ও ১৬ বল হাতে রেখে ১৯০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
এসএস/টিএ