৭৮ লাখ আউন্স স্বর্ণের বিশাল মজুতের সন্ধান পেল সৌদি আরব

চারটি ভিন্ন স্থানে মোট ৭৮ লাখ আউন্স সোনার বিশাল মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব । টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি 'মাদেন' এই সোনার সন্ধান পেয়েছে। বর্তমানে চালু থাকা খনি এবং নতুন ও পুরোনো বিভিন্ন এলাকায় ব্যাপক খনন কার্যক্রম চালানোর পরই এই সাফল্য এসেছে।

গত ১২ জানুয়ারি এই তথ্য প্রকাশ করা হয়। মাদেন জানিয়েছে, কোনো একটি দেশের ভেতরে চালানো খনিজ অনুসন্ধান কার্যক্রমগুলোর মধ্যে এটি অন্যতম বৃহত্তম প্রচেষ্টা।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রাথমিক খননকাজে ৯০ লাখ (৯ মিলিয়ন) আউন্সের বেশি সোনার সন্ধান পাওয়া গিয়েছিল। তবে খনন ব্যয়, পণ্যের দামসহ বার্ষিক সাধারণ হিসাব-নিকাশ সমন্বয়ের পর প্রকৃত নতুন সোনার মজুতের পরিমাণ নির্ধারিত হয়েছে ৭৮ লাখ আউন্স।

সবচেয়ে বেশি সোনা পাওয়া গেছে মাদেনের প্রধান প্রকল্প 'মানসুরা মাসারাহ' থেকে। গত এক বছরে এই প্রকল্পে নতুন করে ৩০ লাখ আউন্স সোনা যোগ হয়েছে। এ ছাড়া 'উরুক ২০/২১' ও 'উম আস সালাম' এলাকা থেকে মোট ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনার সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি 'ওয়াদি আল জাও' এলাকায় প্রথমবারের মতো আনুমানিক ৩৮ লাখ আউন্স খনিজ সম্পদের খোঁজ মিলেছে।

মাদেন জানিয়েছে, 'সেন্ট্রাল অ্যারাবিয়ান গোল্ড রিজিওন'-এ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খননকাজ চালানোর ফলে বেশ কয়েকটি নতুন খনিজ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া ঐতিহাসিক 'মাহদ' স্বর্ণখনির আশপাশে অনুসন্ধান চালিয়েও নতুন খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর ফলে খনিটির কার্যকাল আরও বাড়ানো সম্ভব কি না, তা যাচাই করা হবে।  

মাদেনের প্রধান নির্বাহী বব উইল্ট জানিয়েছেন, এসব ফলাফল কোম্পানির দীর্ঘমেয়াদি অনুসন্ধান কৌশল যে সঠিক পথে রয়েছে, তা প্রমাণ করে।

তিনি বলেন, 'চারটি এলাকায় ৭০ লাখ আউন্সেরও বেশি সোনা যুক্ত হওয়া আমাদের স্বর্ণভাণ্ডারের বিশালতা ও সম্ভাবনাকেই তুলে ধরে।'

তিনি আরও বলেন, এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কোম্পানির আয় বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেখায় যে 'অ্যারাবিয়ান শিল্ড'-এ স্বর্ণের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর ক্ষেত্রে কোম্পানি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

সোনার পাশাপাশি অন্যান্য খনিজের ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে মাদেন। 'জাবাল শায়বান' ও 'জাবাল আল ওয়াকিল' এলাকায় প্রাথমিক খননকাজে তামা, নিকেল এবং প্ল্যাটিনাম গ্রুপের ধাতুর সন্ধান পাওয়া গেছে।

মানসুরা মাসারাহ প্রকল্পে বর্তমানে মোট খনিজ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ টন। এখানে প্রতি টনে গড়ে ২ দশমিক ৮ গ্রাম সোনা রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৪ লাখ (১০.৪ মিলিয়ন) আউন্স।

মাদেন জানিয়েছে, গভীর স্তরে আরও খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে ২০২৬ সাল পর্যন্ত সেখানে খননকাজ চালানো হবে।

এই আবিষ্কারকে সৌদি আরবের খনি খাতের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দেশের অর্থনীতিকে বহুমুখী করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে খনি খাতকে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের পরে কোন সমস্যায় পড়েছিলেন শাহিদ পত্নী মীরা? Jan 17, 2026
img
অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন ৪১ বছরের রসিকা দুগ্গল! তার সম্পত্তির পরিমাণ কত? Jan 17, 2026
img
‘আরিরাং’ নামে নতুন অ্যালবাম ঘোষণা বিটিএসের Jan 17, 2026
img
এনটিআর একজন ক্রেজি, পাগল ড্রাইভার : রাম চরণ Jan 17, 2026
img
দীর্ঘ শুটিং বিতর্কে মুখ খুললেন সুনীল শেঠি! Jan 17, 2026
img
প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাঁধা নেই: আলী রীয়াজ Jan 17, 2026
img
কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান Jan 17, 2026
img
শাকিব খান ও জেমসকে নিয়ে আসিফের ২ প্রশ্ন Jan 17, 2026
img
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮ Jan 17, 2026
img
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন এস এম জাহাঙ্গীর Jan 17, 2026
img
সিদ্ধার্থের জন্মদিনে কিয়ারার আদুরে বার্তা! Jan 17, 2026
img
আপিল শুনানিতে বৈধতা পেলেন বিএনপি নেতা আশরাফ উদ্দিন Jan 17, 2026
img
নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন Jan 17, 2026
img
দীর্ঘ বিরতি শেষে ২ ছবিতে ফিরছেন তমা মির্জা Jan 17, 2026
img
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা Jan 17, 2026
img
ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের Jan 17, 2026
img
বাংলা চ্যানেল পাড়ি দিতে নেমেছেন ৩৫ জন সাঁতারু Jan 17, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি দেখতে মাঠে ইইউয়ের ৫৬ পর্যবেক্ষক Jan 17, 2026
img
সালমানের পর এবার বিষ্ণোইদের নিশানায় গায়ক বি প্রাক Jan 17, 2026
img
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা Jan 17, 2026